কাঠ-পোকা গুলো আজ তোদের জানলা কেটে খাক....
তোদের জানলা খোলা থাক...
আমার বিষন্নতা সেখান থেকে দেখা যাক...
আমার বিষন্নতা তোকে দিয়ে "আহারে".. বলাক !



আমাকে ছেড়ে বহুদূর চলে গেছো ?
জয়ী হয়েছে মিথ্যে প্রেমের ফন্দি ?
ভাবিনা এমন, কারণ জীবিত লোকের-
সব দূরত্ব কিলোমিটারেই বন্দী !



রাত-দুপুরে বুক মাড়িয়ে ইঁদুর হাঁটে
রাগ করিনা, 'অবোধ প্রাণী'র অল্প ব্যাথা' !
দিন-দুপুরের সুবোধ প্রাণী বুক মাড়ালো
কই আর দিলো অল্প ব্যাথার এই সততা !



কিচ্ছু বলিনি, বারণও করিনি আমি
পাগলি যখন পাখি হতে চেয়েছিলি
ধনেশ, চড়ুই, শালিক না হয়ে তবু
পাগলি কেনো রে কাঠ ঠোকরাই হলি?
কাঠ ঠোকরাই নাহয় হলি, কিন্তু-
এ-বুক টাকেই ভাবলি কেনো রে কাঠ?
কাঠ'ই নাহয় ভাবলি! কিন্তু বুকের-
দুঃখ পোকা না খুঁটে, কেনো চুকালি বুকেরি পাঠ?