দানা বাঁধতে থাকা ঘুম গুলো ট্রাক-চাপায় নিহত ! 
না মানে...ঘুমটা যখন দানা বাঁধছিলো,
অদূরেই একজন ট্রাকে চাপা পড়লো তখনি !
ঘুম বাঁচে কি’করে ছাই, বেমক্কা এমন দৃশ্যে !


অথচ ঘুমটা’র প্রয়োজন ছিলো খুব !
ঘুমের ভেতর ক্ষুধায় কুঁই কুঁই করেছি বলে তো মনে পড়েনা,
চাপাতি হাতে কাটাকুটি খেলতে দেখেছি মাংস-দোকানীকেই !
ঘুমটা’র প্রয়োজন ছিলো খুব !


গত-পরশু’র ঘুম তো আরো এক-কাঠি ওপরে !
গত-পরশু’র ঘুমে আমি দুশো-একুশ বি ব্রেকার স্ট্রীট এর বাসিন্দা ছিলাম !
কিন্তু খুব বোরিং কেটেছে সময়টা,
কোনো কেস ছিলোনা হাতে !
শুধু ডেস্কের গ্লোবটাকে বার কয় ঘোরাবার চেষ্টা নিতেই
চড়িয়ে সিধে করেছি মরিয়ার্টীকে !
ঘুমটা’র প্রয়োজন ছিলো খুব !


আজকের ঘুমটা এলে আমি নিশ্চিত ’উদয়ন’ হতে পারতাম !
পঞ্জিকা থেকে হীরকাব্দ গুলো মুছে ফেলতাম সহজেই !
কিন্তু ...হায় ঘুম 
দানা বাঁধতে থাকা ঘুম গুলো হলো ট্রাক-চাপায় নিহত ! 
না মানে, ঘুমটা যখন দানা বাঁধছিলো,
অদূরেই একজন ট্রাকে চাপা পড়লো তখনি !


একদিন তার ‘ভালবাসি’ বলা শুনে, আমার ঘুমটা মাঝ-বরাবর ভেঙে গিয়েছিলো !