আমার মুঠোয় ইলশেগুঁড়ি বৃষ্টি
আমার চোখেতে চশমা জল-ধোঁয়াটে
আমাকে বাঁচিয়ে বাজ পড়লো পাশেই
ধমনী শিরায় জ্বর জ্বর বোধ হাঁটে !


তবু ধীরে হাঁটি, যদিও ঘরের তাড়া-
বাজছে বিদায়ী সূর্যের তল্লাটে 
এটাই নিয়ম ! কিন্তু এটাও জানি,
ঘর হারাতেও হবে সূর্য নামলে পাটে !


কাজেই চলিনা সূর্যের বাহানায় 
বাঁক পেরুলেই ঘুর-গলি, তার আমার হবার দায় !