মুখমণ্ডলে সেই চির-চেনা হাসি
বেলপাতা দিয়ে ঢাকা চোখ তার
মধ্য-উঠোনে তিনি রয়েছেন শুয়ে
সন্তোষ অধিকারী ডাক্তার !


উঠোনে নিথর তিনি রয়েছেন শুয়ে
যদিও হাসিটা সেটা করেনা প্রমাণ 
তবুও নিথর সন্তোষ অধিকারী 
গরিবের ওষুধের বাকীর দোকান !


যদিও নিথর তিনি, তবু যেন গেছি-
তাকে দিতে ওষুধের বাকী টাকা যত !
দিয়েছে মা তিনশত, দিয়েছি আড়াই
বলছেন হাসি মুখে ’সরিয়েছ কত ?’