আমাকে সাথে নিও, এক কোণে বসে রবো চুপচাপ !
আমাকে নিও, আমি ঘরের বাইরে রবো শিশিরের মত ঝরে টুপটাপ !
আমাকে নিও, আমি খেলবোনা, তোমাদের খেলা দেখে আনন্দ কুড়াবো !
আমাকে সাথে নিও ভাংতি টাকা'ই ভেবে, নিরূপায় ক্ষণে প্রাণ জুড়াবো !
আমাকে নিও, আমি আমার অধিকারে 'তামাদি'র আঁটবো কুলূপ !
আমি তবু বেইমান হতে দেবনা তোমায় , হতেই পারেনা সেটা তোমার স্বরূপ !



চলেই গেলো, চলেই গেলো
দুধ রোজ দেয়া গোয়ালা'টা
এসে দুয়ার বন্ধ পেলো,
পোষা কুকুর ক্ষুধায় খানিক
কুঁই কুঁই করে ঘুমিয়ে গেলো !
চলেই গেলো, চলেই গেলো !


চলেই গেলো, চলেই গেলো
শুকোতে দেয়া একটা কামিজ,
মহাভারতের পাঁচ'টি পাতা
মনের ভুলে রয়ে গেলো !
এক-পাতা টিপ পড়ে আছে
বাতাস এসে তাও উড়ালো !
চলেই গেলো, চলেই গেলো !


চলেই গেলো, চলেই গেলো 
হারমোনিয়াম বাজিয়ে, সাথে-
আজ আমাদের ছুটি ও ভাই 
গাওয়া দুপুর মিলিয় গেলো !
অনেক আগের একপাল শিশু
বৌচি খেলার বউ হারালো !
চলেই গেলো ৷ কোথায় গেলো ?
কোথায় গেলো ? থাকবে ভালো ?