এইতো আছি
সব্যসাচী
একলা পাখি
আমায় চেনো?
আমার জনক
শস্য কনক 
বুকের ভেতর
গান লুকানো!


আমার ব্যাথা-
শোক-গাঁথা,
'সখের চুড়ি
পঞ্চদশীর
ভাংলো কেনো
শব্দে যেমন,
টিন-চালে মন
ভাঙ্গে শিশির ?'


আমার আশা
নীল-কুয়াশা,
তার ওপাশে
দাঁড়িয়ে আছে
একটা রিকশা
যাত্রী ও এক
আমায় পেলেই
যাবার আছে !


আমার স্লোগান
ফুলের দোকান, 
রাত বারোটা
উনষাটে ও-
ভালোবাসার
জন্য আশার
বাতি জ্বালে,
লাগলে চেয়ো !