আমারো একটা প্রেমের গল্প ছিলো,
সার্থক শুধু সে হতে পারলোনা !
হলো শুধু ঊটের পাকস্থলী,
রোদের ছোঁয়া কপালে জুটলোনা !
আমারো একটা প্রেমের গল্প ছিলো,
পায়নি শুধু সফলতার বায়ু!
কারণ আমার গল্প লেখক ছিলেন,
তোমার হৃদয়-শ্রীযুক্ত জটায়ু !



তোরা ভালো থাক, আমার বুকেতে করছে করুক খেলা,
চির সন্ধ্যার নেতানো আলোর কান্না পাওয়ার বেলা !
চির ঘরে ফেরা মার্বেল তোরা, ছিলাম তোদের'ই দলে
রয়ে গেছি ভুলে জীবন শিশু’টা গিলে ফেলেছিলো বলে !



চাঁদের কণা, চাঁদের কণা
তোমায় ছুঁতে চাই
চাঁদ কণা তোর আদর ছাড়া
কিচ্ছু চাওয়ার নাই!
এসব কথা, কথার কথা
এসব কথা ফুঁ-দিয়ে উড়াই....
কারণ, বামন চোখে চাঁদটা যেমন দূরের,
চাঁদের চোখে বামন ও তো তা'ই !



আলজিভে এসে ফিরে গেছে ঈশ্বর
বাইরে বেরুলে আমাকে দেখতে পেতো
আমার রয়েছে ওজন, আয়তন, আকার
ফিরে না গেলে সে অপদার্থ’ই হতো !