আমরা সবাই মানুষ হবো, লোকের ভয়ে লোক'রা যেদিন পালিয়ে যাবে !
আমরা সবাই মানুষ হবো, বৃষ্টি যেদিন নিজ জলে নিজ গা ভেজাবে, 
ভিজিয়ে দেয়ার মত একটা মানুষ কোথাও আর পাবেনা !
আমরা সবাই মানুষ হবো, পথ রবে ঠিক, পথ দলবার লোক রবেনা
যেদিন 
সেদিন !


আমরা সবাই মানুষ হবো, নবান্ন হীন ধানের গোলা'র হাড় চিবানো-
যেদিন দেবে দু-মুঠ ভাতের খানিক'টা স্বাদ, দুধ ও ঘোলের মীথ মাখানো !
আমরা সবাই মানুষ হবো , মায়ের লাশ কে জড়িয়ে যেদিন বলবো 'মা জ্বর' !
আমরা সবাই মানুষ হবো, ধানুস হবো , কোলাবেরি ডি চেঁচাবো, শুনবে ভেবে রূপবতী দূর পৃথিবীর কর্ণকুহর,
যেদিন 
সেদিন !