আমি জানি পৌছে যাবার রাস্তা ভালোই
কিন্তু লক্ষ্য ছোঁবোনা তাও ত্বরিত এতো
ছোঁবোইনা, ব্যাস ছুঁই ছুঁই হয়ে থাকবো শুধু
তাতে দ্রোহ-কাঁটা যা-পাই তা’ই স্বাগত !


আমার চেনা তোমার মনের অলিগলি,
কোন পাহাড়ে উড়ছে তোমার হৃদয়-গোলাপ !
এও জানি সে পাহাড় ভাঙ্গার শেরপা আমি !
নরক তুমি? পৌছে যাবার জানা আছে পাপ !


কিন্তু আমি পৌছাবোনা তাড়াতাড়ি  
সোজা’ই তুমি, ধরবো তবু পথ ঘোরালো
কারণ প্রথম রেল-ভ্রমণে ক্ষোভ করেছি
‘ধ্যাত্তেরি, পথ এক নিমেষেই ফুরিয়ে গেলো !’