তেল চিটচিটে বালিশের গায়
স্বপ্ন'রা করে আজো চিক চিক
আমি তবু ভুলে যাই ঠিক দিক
আমার শোবার ঘর
হতে পারেনা তোর অন্তর !
ঘামে চপচপ শরীর টাকেই তাই
ঘুম-কণা ভেবে জড়িয়ে জ্ঞান হারাই !



আঁধার তাড়াতে যত চেষ্টা চতুর্দিকে,
আঁধারের মত নেই মজলুম 
আঁধার'কে ভালোবেসে তোর পানে ছুটি, তোকে
চাইলেই থাকা যায় নির্ঘুম !
এইটুকু আঁধারের পাওনা !
আরেকটু ধাঁধা হয়ে যাওনা !