বিকেলের রোদে বিকেল রয়েছে, জো-নেই আমার থাকার !
শিশিরের গানে শীত বাঁচে, সেথা কি- আশা আমায় পাবার ?
হৃদয়ে তোমার? সে-তো রং দের! না না সেখানেও নেই !
বাঁশিওয়ালা ঠোঁটে বেজেছি একদা, ছেড়েছি বসত ও সেই !
আমি আছি শুধু স্মৃতি লোপ পাওয়া ঘোলা দৃষ্টিতে কারো !
'মুখোমুখি হবে' এ-সাধ থাকলে, সেখানে আসতে পারো !