সুদিন আসার অপেক্ষায় লালমিয়া ৬৫
সামনে মড়ক লাগা ধানখেত তার
অপেক্ষার বিড়ি ফুঁকে ফুঁকে যক্ষ্মা বাধানো বুদ্ধ-ধ্যানী শরীর আলের উপর !
মহামতী বুদ্ধের জোয়াল-টানা তপস্যা লাগেনি নির্বাণ পেতে !


এক’ই অপেক্ষায় ঘরমুখো হন্তদন্ত যুবতী
সঙ্গে শরীর নামের দোষ
সুপুরুষ বিজ্ঞবিচারক চোখ মোড়ে মোড়ে
আব্রু ঢাকা থাকলেও, তার নিচে কি’কি অবস্থিত তার চুলচেরা বিশ্লেষণের অধিকার আছে তাদের !
মসজিদে আজান ‘হাইয়া আলাস সালাহ্’
বিজ্ঞবিচারকবর্গ একটু পরে গেলেও ক্ষতি নেই !


পার্লামেন্টের বাইরেও চর্চা সুদিনের’ই
ভেতরে সুদিন আছে কিছুটা, কিন্তু অপ্রতুল
একটা পাকাপাকি ব্যাবস্থা নাহলে বুঝতেই পারছেন...
অতএব কারেন্ট-ব্লেন্ডার ঘষাঘষি মরিচের দফা তরল,
হিসেব সরল !


ওদিকে সুদিন প্রশ্নে বিধর্মী নিধন হালাল করেছে কাকের জাত
জবাবে ‘ছ-মাস বয়সী দুধপানরত আইএস মরলেও মানবতা জয়ী’ তত্ত্ব,
মিষ্টি আমসত্ব !


এতকিছুর ভিড়ে ভাবছেন আমি বাদ ?
উঁহু, এই দেখুননা কেমন গান ধরছি ...


সুদিন এলে হাসতে পারি
পায় ডানা মন-প্রজাপতি
সুদিন নামের দিন হয়ে যাও
প্লিজ রবি, সোম, বৃহস্পতি !