এইসব ছোটো ছোটো 
চোখেরা এত্ত ছায়া পোষে কোথা রেখে ?
কেবলি ইচ্ছে হয়
একটু জিরিয়ে নেই, সেইসব ছায়া ফেলে দেখে !
এবং জিরোই রোজ’ই
আমাকে ক্লান্তি তাই ছুঁতেই পারেনা কক্ষণো !
এইসব ছায়া গুলো
কোনোটা খানিক ছোটো, পৃথিবী ছাড়ানো কোনো কোনো !
সে-চোখে মৃত্যু এলে
সাড়ে-তিন হাত খাদে ছায়াও বাধ্য দিতে ডুব !
কসম খোদার, ওরা
ওখানে আঁটেনা, ওতে ওদের কষ্ট হয় খুব !