এভাবেই বাসের সিটে জোড় বাঁধতো দু’হাত-পালক
এভাবেই পাঞ্জাবিটায় থেকেই যেতো দীঘল স্বারক
এভাবেই ঘুলঘুলিতে বুলবুলি দুই গড়লো কুটির
অতপর চোখ পড়লো সেদিক জীবন নাম গৃহিনীর
অতপর সেই গৃহিনীর ঝাঁটা’টা ঘুলঘুলি ছুঁলো
সে'থেকেই বুলবুলি এক বনলো পালঙ্ক অন্যে শুলো 
আহা আর ক'দিন চলে এমন করে বেদে'র মত ?
আহা তাই 'সব ভুলে যাও' সমাধানেই মিটলো ক্ষত !
সে-স্মৃতির ঘুলঘুলি এক অইতো আড়াল করছে ব্যাগেজ
এইরে..এবার যেতে হবে, বর সাজবো, এ্যারেঞ্জড ম্যারেজ !