আমরা বাঙালি, আমাদের আছে গান
ভুখা তবু বুকে আবেগের সংগ্রাম
ভুখা তবু ধরি দরদী সুরের টান
সাড়ে ষোলো কোটি লালনের এই গ্রাম !
আমরা বাঙালি সকলেই বীরশ্রেষ্ঠ
দৃঢ় হয় বাহু মানবতা পেলে বাধা
আর সবার থেকে তাই, আমরাই আলাদা !
এই আমরা ক্র্যাক-প্লাটুন
আমরা কাদেরিয়া বাহিনী
লেখো বুলেটের মুখে হৃদয়ের ব্যারিকেড-
গড়া আমাদের কাহিনী !


আমাদের সব বালক ছুটির ঘন্টা পড়বে বলে
অভিমানী চোখে তাকিয়ে থাকা ফটিক
আমাদের যুবা বিদ্রোহে 'রুমি'-'মাষ্টার দা-সেন' আর
প্রেমের প্রশ্নে দেবদাস ততোধিক !


আমরা বাঙালি, আমরাই ভাষা সৈনিক
প্রাণ দিয়ে বলার অধিকার ঠোঁটে বাঁধা
আর সবার থেকে তাই, আমরাই আলাদা!
এই আমরা লাল-সবুজ
আমরা প্রীতিলতা বাঘিনী,
মরেছি মরবো তবু পৃথিবীটা
বানাবো স্বাধীনতা সরণি !