এইযে আছি
কাক-শকুনের ঠোঁটের নিচে নিথর হয়ে


বর্ষা গুলো
জলের ধুলো বন্দী রেখে ঠোঁটের ভেতর!


এটাই ভালো!
যে-বোঝেনা বর্ষা-ছেলের জনক-প্রথা


তার ফসলের
মূলে জলের তালাকনামা’ই অধিক আদর!