বেটোফেন রচিত তৃতীয় সিম্ফনির নাম ছিলো ‘বোনাপার্ত ’।
‘বোনাপার্ত’ অভিনন্দনসূচক, অভিনন্দিত বিপ্লবী বীর নেপোলিয়ন ।
আঠারোশো তিন সাল তখন ।


আঠারোশো চারে- ‘আমিই ফ্রান্সের একচ্ছত্র সম্রাট’ ঘোষণা নেপোলিয়নের ।
শুনে ক্ষুব্ধ শিল্পী বেটোফেন,
কারণ গণতান্ত্রিক ছিলেন ।


সাথে সাথে ‘বোনাপার্ত’ ছিঁড়ে দুই ভাগ ।
নব নাম ‘ইরোয়কা’ ( হিরোয়িক বীরত্বব্যঞ্জক ) ।


বেটোফেন মহা-উদ্যান ,
আমি তাঁর ঘাসমূলও নই, তবে শিল্পী !
আমিও অভিনন্দিত করেছি, করি নিয়মিত’ই, কিন্তু ছিঁড়িনা !


সবকিছুকেই হালাল ভাবার ‘মুদ্রা’-দোষ আছে আমার !