প্রভাত আজ নতুন রকম, পবিত্রতার আবীর ধোয়া
সুরে আজ মাটির নেশা, ঢোল বাঁশি একতারার ছোঁয়া
স্বাদে'র আজ পান্তা-ইলিশ একচেটিয়া দখলদারি
প্রাণে গান এক'ই ধারার, আউল বাউল জারি সারি
কারণ আজ বৈশাখ , আজ বৈশাখ
তাই শীগগির পথে দেখ'রে এসে......
দিদিমনি চলছে মেলায়, মাটির মালা কন্ঠ-দেশে
দাদাভাই চলছে মেলায়, পাঞ্জাবি'টায় রং লেগেছে
মৌলবি চলছে মেলায় চুপি চুপি লাজুক হেসে,
পুতুলের জন্য যে তার ছোট্ট মেয়ে মান করেছে !!


ছোট ছেলে খামচে আছে বাপের জামা চলবেনা আজ জারি জুরি ,
দিতে হবে পাঁচ'টি টাকা, কিনবে সে আম কাটার ছুরি ৷
ওদিকে শোলার পাখি, মুখোশ পরে চারুকলায়
কি'যে সোর তুলছে তরুণ-তরুণী দল, মন ভরে যায়!
কারণ আজ বৈশাখ, আজ বৈশাখ
তাই শীগগির পথে দেখ'রে এসে......
দিদিমনি চলছে মেলায়, মাটির মালা কন্ঠ-দেশে
দাদাভাই চলছে মেলায়, পাঞ্জাবি'টায় রং লেগেছে
বুড়ো'টাও চলছে মেলায় , খাঁকড়ে গলা, কেসে টেসে
ফিরে এসে ঈর্ষা নিয়ে বলতে সব উচ্ছন্নে গেছে !!