শূন্যতা তোর প্রবাহিত হচ্ছে আমার ভেতর দিয়ে
শূন্যতা তোর প্রবাহিত হচ্ছে বিপদ-সীমা ছাড়িয়ে !
বিপদ-সীমা ছাড়িয়ে গেলে প্লাবন হবার সম্ভাবনা
প্লাবন হলে আমিই কেনো, তোরও ডোবার রয় ভাবনা
কারণ, নদীর প্লাবন এসে সর্বপ্রথম নদী'ই ডোবায়
তাই হুঁশিয়ার, পূর্ণতা দে, শূন্যতা তোর বিপদ সীমায় !