নাগরিক ভিড় ডাকে, দুরস্ত নাগরিক ভিড়
আঙ্গুল আঁকড়ে ধরে চলো চলো বায়না’টা তার
সে ভিড়ে প্রাণের দাগ, কোথাও কোথাও বলিরেখা
যেটাই থাকুক, মূলে বহু কিছু আছে শিখবার !


নাগরিক ভিড় ডাকে, চলে যাই, সেই নীল ভিড়-
অস্থির, ঠিক নেই নিয়ে ফেলে কখন কোথায়
আজ এনে ফেললো সে একটি দোকানে, যে দোকানে
‘যাকাতের শাড়ী’ নামে নতুন এক শাড়ী পাওয়া যায় !