একদিন আঁধারের
চাপা হাসি ধার করে
লোকটা হাঁটতো পথে,
আয়েসে ঘুমিয়ে যেতো
ধর্ষিতা মা’র পিঠে,
ছন্দপতন পেতো
শিশিরের টুপটাপে,
ছিলোইনা শুভ্রতা চাষের স্বভাব !
এত ভালো লোকটা’র
আজ বড় কবি কবি ভাব,
আজ বড় ভালো’র অভাব  !