শ্বাপদ জ্বেলেছে আগুন ব-দ্বীপে, আদ্র হাওয়ায় সন্ত্রাস
শ্বাপদ করেছে কালচে একটি পবিত্র শুক্রবার কে
একটু আগেও কথোপকথন, অথচ রিং’টা বাজছেই
হ্যালো বলবার ওপাশের গলা দু-ভাগ, জানেনা কার কে !


শ্বাপদ খুলেছে দুয়ার, তোমার হাতে হাত রাখা হয়নি
শ্বাপদ দাঁতের ফোকরে আটকে আমাদের অবশেষ
তাই চাঁদ-ফুল সুগন্ধি-ঈদ ছড়িয়ে মরছে  তবুও
ঈদ মোবারক জানাতে তোমায় পারছিনা হে স্বদেশ  !