ইদানিং চোখে কিছু হয়েছে বলেই মনেহয় হয়
যদিও দেখছি ঠিক’ই নীলাকাশ, দূর্বা’র ডগা
লোকেরা যেমন দেখে স্বাভাবিক দূরের জিনিস
আমিও স্পষ্ট দেখি অদূরে কে, রঘু নাকি জগা !


তবুও দু-চোখে কিছু হয়েছে বলেই মনে হয়
আয়নার সম্মুখে দাঁড়াতেই খাই থতমত  
আয়নায় তাকালেই দেখি বড় প্রৌঢ় আমায়
দেখিনা আমার মুখ, একুশে যেমন দেখা যেতো !