সোনালি খোঁপাটা বাঁধতে পারেনি জোৎস্নার মৃন্ময়ী
হাসি-রোদনের বিম্ভ্রম ভরা জানিনা কি-অভিমানে !
নীল চোখ মেলে সেইনের বুকে নীলচে অপরাজিতা
কার খোঁজে যেন ভেসে গেলো শুধু না-ফেরার দিক পানে !


অথচ তাকেই নিদ্রারোহিণী বানাতে দাঁড়িয়ে ছিলো
ওক-বৃক্ষের ছায়ারা মাথায় চাপিয়ে গৃষ্ম-চিতা
কসমস ফুল ইমেলে পাঠালো কিছুটা বসন্তকে
তবু ঘুমোলোনা, সেইনের বুকে ঘুমোতে অপরিচিতা !


সে’তো ঘুমোলোনা, মৃত-হাসি শুধু রেখে দিলো চোখমুখে
যে-হাসি কুড়িয়ে জলপিঁপড়ের দল প্রেম শিখে গেলো
সে-দলে আমিও , তিরতির ছুটি, আর জাগরণ-স্বপ্নে
তোমাকে বসাতে প্রেম-সঙ্গীতে সুর ভাঁজি এলোমেলো !


সেইনের সেই বিদেহী-ঠোঁট আজ অনেকের অনেক চুমুর !
যেমন তোমারো ! আচ্ছা তোমার নাম যেন কি ? দুপুর ?