বলাবলি হচ্ছিলো ‘বিদায়’ যখন
ওরা দুইজন মিলে দরজায় এলো
ওরা দরজায় ছিলো দীর্ঘ সময়
তারপর যা-হবার তা’ই, মরে গেলো !


কিছু পরে ঠিক হলো বিদায় যখন
সময় আগের চেয়ে হলো অর্ধেক
ওরা দরজায় এলো মিলে দশ বিশ
ধীরে মরে দেখালোও মৃত্যু অনেক !


অতপর বিদায়ী-পা বাড়ালে যখন
সময় ঠেকলো পিকো-সেকেন্ডে এসে
ওরা দরজায় এলো হাজার হাজার
অবিরত পাড়ি দিলো মৃত্যুর দেশে !


গণহত্যায় তুমি এভাবে জড়িয়ে গেলে সোনা
দীর্ঘ-বয়স পেতে অশ্রুরা আর পারলোনা !