তোমারে দিইনি অভিশাপ, ‘যাবা ছারেখারে যাবা দেইখো'
বরং নিজেরে শান্তনা দিছি, কৃতজ্ঞতায় লেইখো !
বরং নিজেরে শান্তনা দিছি জ্বালি সিগারেট ‘ডার্বি’
‘মন বুঝ মান, ফুচকার ভাগ না-দিয়া খাইতে পারবি !
যেদিকে ইচ্ছা যাইতে পারবি মর্জি মতন হাঁইট্টা
ভয় নাই কেউ মাঝ থেইকা যে হারাইবো ল্যাং কাইট্টা’ !
এভাবে নিজেরে পোষ মানাইছি, সুধছি দুখের কিস্তি
পানি পানি করে গেছি, শুনোনাই তুমি পানিওয়ালা ভিস্তি !
তবু অভিশাপ দেইনাই, বাঁধো সেই শোকরের নেকটাই
জঙ্গীর বউ হইয়া গুলি খাইয়া নয়তো থাকতা ভেটকাই !