তোকেই ভালোবাসি মানে, যে-কাঁধটাতে কাঁধ রেখেছিস
ওটা আস্ত বদের ঘটী, ওর ভেতরে কি পেয়েছিস !
ওর থাকে চোখ লাল, ও মাতাল ! রাখিসনা পা ওই ডাগরে,
নির্মলেন্দু গুণের- ‘তোমার চোখ এত লাল কেন’ পড়ে !
দোষ আছে ওর হাজার আরো, ও’তে নিখোঁজ করুণাধারা !
ও একটা নীচ, দেখেছি সেদিন কম দিয়েছে রিকশাভাড়া !
আমার আবার ওসব দেখলে কষ্ট, আমার ছেঁচড়ামো নেই !
অথচ ওর এসব কসুর দিনদিন দেখি যাচ্ছে বেড়েই !
যুক্তিতে কোন তবুও তুই জোছনা-স্নানে রাখিস তাকে ?
আমায় এসেই বলনা, আমার চোখ এত লাল কেন থাকে !