ঘর্মাক্ত মগজে কবিতা আসেনা
না এলে আমার লোম ছেঁড়া গেলো
শরীর ঝরাও ভাতগন্ধী ঘাম !


প্রমান সাইজ বয়স অবধি কবিগিরি ফলানোর পর
আমি একজন চা-দোকানীও হতে পারিনি,
না একজন ফেরিওয়ালা !
আমার এখন গালাগাল শোনার প্রার্থনা নিশিদিন !
কবে কেউ আমাকে মুখ-খারাপ করে বলবে, ‘পকিন্নির পুত, টাকা কম দিসি ? চায়ে চিনি কম দিছস ক্যা’ ?
আত্মসম্মান ঝরাবে ভাতগন্ধী ঘাম ?


অবিরত ঘাম-হীনতা, গালাগাল-হীনতার জন্য আমার শাস্তি হওয়া উচিত ,
আমাকে শাস্তি দাও !
শাস্তি স্বরূপ মাথার উপর থেকে
জোৎস্না কেড়ে নাও
বৃষ্টি কেড়ে নাও ,
মাথার উপর টেনে দাও বিনা-ভাড়ার ছাদ !