শিল্পের চেয়ে কুসংস্কার কয়েক ধাপ এগিয়ে !
না, আমার কথা নয় !
দৈনিক পত্রিকার শুক্রবাসরীয় সাহিত্য
আর সর্ববাসরীয় রাশিফল বলে !



কবি মানেই টানাপোড়েনের বরপুত্র !
কিন্তু প্রাত্যহিক ক্ষুধা, দারিদ্র, হতাশা ভালোলাগেনা তাঁদের !
তাই তাঁরা শুড়িখানায় গিলতে গিলতে হতাশা ভোলেন !
সুবাদে, মদ-মারিজুয়ানার রেশ পাওয়া যায় তাঁদের ভাষায় !
অথচ, ভাতের চেয়ে মদের দাম বেশী ভেবে ভুল করি আমি !