শৈত্যপ্রবাহের এক রাতে তিনটি শিশুর সাথে আমার দেখা
তিনটি শিশু
তিন অসহায় যিশু !


তারা জড়াজড়ি করে বসেছিলো ল্যাম্পোস্টের নিচে,
গায়ে পাতলা জামা, পরনে হাফপ্যান্ট !
তারা আমার কাছে সাহায্য চাইলো কিছু !
আমি পকেটে হাত দিলাম, কিন্তু বেরিয়ে এলো খালি হাত !
ইতিমধ্যেই আমার চোখ গেলো
অদূরেই পড়ে থাকা একটি পাঁচ-টাকার কয়েনের দিকে !
আমি তাদের কে দেখিয়ে দিলাম !
কিন্তু পাওয়ার আনন্দে ঝলমল করেনি তাদের মুখ,
তবে একজন উঠে গেলো তুলতে !
কয়েনটি তুলতেই বসে থাকা একজন বারণ হাঁকলো,
‘টোকাইন্না টাকা খাইলে গুনা, দান-বাকসোত ফালা’ !


এক শীতার্ত রাতে তিনজন অসহায় শিশু
একজন সর্বশক্তিমান অসহায় কে পাঁচটি টাকা হেল্প করে দিলো !