নিজেকে চিনতে পারিনি
আজো না, কালও না , গত পরশুও না


চেনার  চেষ্টা করিনি
যেদিন প্রথম বোধ এলো
সেদিনও না , এমন কি কোনদিনও না


আত্ম- অহমিকা খুব ধীরে তাকে
বুননে ঢেকেছে রেশম সুতোয়
তুলতুলে কিন্তু ভীষণ একরোখা
আজও আছে, কালও থাকবে, তারপরও


নিরাপত্তা চাদরে ঢাকা একে
হয়ত কোন এক একাকিত্বে
এক পলক দেখতে চেয়েছি
বলতে চেয়েছি “জানতে চাই”
আঁটসাঁট টানে গুটিয়ে হয়েছে নিরাপদতর।


ঝলমলে রোদেলা ছোট্ট পুকুর
সঙ্গি সবুজ সবুজ মাটির ঢিবি
ভাল লাগার এই ছবিটা আমার
উড়াল মন দেবে প্রজাপতি দৌড়
সেইখানে পলকে সেটুকু তো জানি
বাকিটা ফস্কেছে জানার হাত গ’লে ধুসর আঁধারে।