আমি কি কখনো কবি ছিলাম ?
কে জানে কিবা ছিলাম
তবে আমি জানি যা ই ছিলাম
সে এখন অতীত কাল
আমার মাঝে কবিতা আর নেই
হারিয়ে সে যায়নি যদিও
ক্ষয়ে ক্ষয়ে গেছে চোখের সামনে
সব রঙ আর পলেস্তারা
একটা একটা ভাবনা ছেয়ে গেছে
নিকষ কালো ঘন মেঘে
ছোট বড় কত আবেগী শব্দ-দল
ছায়ামূর্তি গেছে মিলিয়ে
দুঃখ ব্যথা ভুল- বোঝার ভারী বোঝা
ঢেলেছে গাঢ় কালির পোঁচ
সুকুমার মন ধামাচাপা খেয়ে নির্বেদ
বিছিন্ন অধোগামী তারা
কবিতা তাই ভিন-গ্রহের অচেনা প্রহর
নতুন উন্নাসিক প্রতিবেশী।
নিষ্ফল অপেক্ষায় তবুও আছি দাড়িয়ে
কবিতা নিয়েছে চির- বিদায়
অতি আশা দোষে দুষ্ট হৃদয় প্রশ্ন করে
আসবে কি হয়ে জাতিস্মর ?