আমি চাই মোল্লা সাহেব নামাজ পড়ুক
মন্দিরের ঐ আলোর তলে,
খুন-গুম হলেই মানুষ নামুক পথে দলে দলে।
আমি চাই এক একটি মুজিব সবার অন্তরে থাক,
চাই আজ শহিদ জিয়ার বিসর্জনও স্বীকৃতি পাক।
আমি চাই এরশাদের ঐ পল্লীপ্রেমটা শিখুক সবে,
দেশটা তখন সত্যি “সোনার বাংলা” হবে।
আমি চাই মন্ত্রীসভার পদত্যাগ হোক ঢুকলে মাদক,
ভেজালের প্যাঁচে পড়ে মরবে না আর কোন খাদক।
আমি কোন ঝুলন্ত লাশ চাই নাকো আর সীমান্ততে,
চাই আমি বিদেশ থেকে ছাত্র আসুক বিদ্যা নিতে।
রাজাকারের ছেলেটা গাক স্বাধীনতারই জয়গান,
ঘোষবাবু, আহাম্মদের কাছেই করুক কন্যাদান।
আমি চাই চাওয়ালার ছেলে পড়ুক মেডিকেলে,
ধর্ষণে চেয়ারম্যানের ছেলেও যেন পঁচেন জেলে।
চাই আমি কানু-চোরার ছেলেটা কাল ইমাম হোক,
মুচি-চামার-মেথর, সব্বাই হোউক নিজেরই লোক।
আমি চাই সাগর-রুনির খুনির বিচার দেখুক ছেলে,
মেয়রও জেল খাটুক আজ নগর বাসীর কিছু হলে।
আমি চাই দেখতে পুলিশ,পুলিশ তো নয় মানুষরূপে,
চাই কিছু যোদ্ধা, যারা পরের স্বার্থে জীবন সোঁপে।
আমি চাই কলম কাগজ পবিত্র হোক সংবাদিকের,
সত্যের কাছে হারলে, মাথা নামুক বিতার্কিকের।
চাই যেন রাজনীতিতে জায়গা না পায় দালালগুলো,
জন-প্রতিনিধি মানেই হয় না যেন- আঙুলফুলো।
চাকমা-হাজং-গারোর থাকুক নিজের ভাষা,
আমি চাই বুলিতে নয়, কর্মেই হোউক জীবন ঠাসা।