দুইশ ছ'টি হাঁড়, দশ বিলিয়ন নিউরন,
তোমার চাইতে বেশি কিন্তু পায়নি বিজ্ঞগণ।
৪০ হাজার জিনে জোড়-তেইশ ক্রোমোজোম
দিচ্ছে প্রমাণ কারো চাইতে, নওকো তুমি কম।


হেরে গেলে কাঁদার শিক্ষা তুমি কোথায় পেলে?
জয়ী ছিলে আড়াই কোটি স্পার্ম পেছনে ফেলে।
অনবরত চলতে শেখায় হৃৎ-পিণ্ডটাও
একটুখানি হতাশ হলেই কেন দমে যাও?


বক্ষমাঝে ফুসফুস তোমার ফুঁসছে অবিরাম
নীরব কেন অন্যায়ে আজ, নির্জীব উদ্দাম?
উষ্ম রক্ত দেহ জুড়ে বইছে নিরবধি-
তুমি কেন ঝিমাও তবে হয়েও মহারথী?
বিশ সেকেন্ডে লোহিত ক্ণা পুরো দেহ ঘুরে
তবে কেন অলসতা তোমার শরীর জুড়ে?