স্বপ্ন ছিল আকাশ ছোঁব, মেধা দিয়ে শীর্ষে যাবো,
কাঙ্ক্ষিত এক লক্ষ্যে গিয়ে, মানবসেবায় মন জুড়োব।
কলম-কাগজ অস্ত্র করে একাত্তরের যুদ্ধে যাবো,
স্বপ্নসিঁড়ির রংধনুতে সাত-রঙা মেঘ কুঁড়োব।


ইচ্ছেরা বুঝি ইচ্ছে হয়েই থাকতে ভালোবাসে
নইলে কি জীবনটা আজ ভুলের স্রোতে ভাসে?
শিক্ষা নিতেও অর্থ লাগে, বাজেট রাখা চাই
ডিগ্রি মেপে কড়ির খেলা, মোদের জায়গা নাই।


পড়া শেষে চাকরি পেতেও মামা - চাচা লাগে
বস ব্যাটাকে করতে খুশি, হাদিয়ার কথা আগে।
দোষ করেনি কেরানীগুলো, দাবি তাদের পাকা
কাগজপত্র করতে রেডি, পকেট করবে ফাঁকা।


খেয়ে-পরে বাঁচতে যদি ঘুষ নিতে যাই কিছু
পুরো শহর গালি দেবে, লাগবে আমার পিছু।
দোষটা কেন আমার হবে? নিষ্পাপ আমি বেশ
আমায় দোষী বলার আগে, ঢেলে সাজাও দেশ।