আমি কাঁদতে পারিনা লোক-লজ্জায়
হাসতেও লাগে ভয়,
চারদিকে কত রঙের মানুষ,
কে জানি কি কয়!


আমার দু'চোখ ভরা ভয়
সব জমাট বেঁধে রয়।
পৃথিবীটা শুধু সাহসীদেরই
আমার জন্যে নয়।


অন্যায় দেখে প্রতিবাদ করি, বিক্ষোভ করি
ইচ্ছে ভীষণ হয়,
ইচ্ছেগুলো উপড়ে ফেলে
হৃদয় ভরা ভয়।


মঙ্গলে যাবো, শুক্রে যাবো
ভূ-লোক করবো জয়,
সাধ্য তো নেই, আটকে ধরে
নিঃশ্বাস ভেজা ভয়।