চিঠি দিলাম,
নীল নয়, লাল খামে ভরে।
লাল রং আমার বেশিই প্রিয়।


চিঠি দিলাম,
আতর মেখেই দিলাম,
সেই পরিচিত খোশবু যাতে চিনতে পারো।
মাঝ রাতে বৃষ্টি পড়ছিল,
সেখান থেকে দু'ফোটা বৃষ্টি দিলাম।
বিলের আলে বেড়ে উঠা ঘাস থেকে তুলে,
দুটো গন্ধহীন ফুলও দিলাম।
পুকুর পাড়ের নারকল গাছের চিকন পাতার
শৈল্পিক হাতের বাঁশি দিলাম।
মধ্যরাতের ইকটু চাঁদের জোছনা দিলাম।


চিঠি দিলাম,
সময় পেলে উত্তর দিও।