করেছে ভরাট,পুকুর নদী
কেটেছো গাছ শাখে শাখে

কাটা গাছের শেকড় মাটি,
ঠিকই অভিশাপ দিতে থাকে।

মুখ ফিরিয়ে নেয় মেঘ,
বৃষ্টি আসেনা আগের মতো

প্রকৃতির ক্ষতি করলে ঠিকই,
জনজীবনে আসে ধ্বংস,ক্ষত।

গাছ বাঁচাও,বাঁচাও নদী-পুকুর
বাঁচাও বন্যপ্রাণী,যত জানা

নইলে তুমি,মরলে পরলে
দুমুঠো মাটিও জুটবে না।

প্রকৃতি জেনো,প্রতিশোধ পরায়ণ
ওদের বাঁচাও,বাঁচাতে বলো

বৃষ্টিও তখন ঝরবে অঝোরে,
সাজাবে প্রকৃতি,পাবে জলও।