"লু‌ঙ্গিটা কার, লু‌ঙ্গিটা কার
চেনা চেনা লা‌গে যেন !"
‌প্রে‌মিকা ত্যাক্ত, "ফালতু বিষ‌য়ে
পাড়াটা মাথায় কেন !"
‌গোয়ালা, প্রে‌মিকা, স্বর্ণকা‌রের
সঙ্গী এক দালাল,
‌চার সাথী সদা স‌ঙ্গে থাক‌তো
পুরাই নি‌র্ভেজাল?
ঝালাপালা হ‌ওয়া গোয়ালা শুধায়,
"‌ভেজাল কয় রকম ?"
বললো দালাল, " তোমার জন্য
পা‌নি বে‌শি, দুধ কম ।"
স্বর্ণকার আর কিচ্ছু শো‌নেনা,
উ‌ল্টো দালাল ঝা‌ড়ে,
" উল্টা‌নো যু‌গে ভেজা‌লের কথা
দ্যা‌খো ব‌লে বাটপা‌ড়ে !"
দালাল মান্ লো, "কথা ঠিক তবে,
ঝালটা বে‌শি যেন,
‌প্রে‌মিকা আমার, লু‌ঙ্গি তোমার
এক বিছানায় কেন?"