কান চুলকা‌তে
বা‌ঘের লেজ,
ম্যাসে‌জে হা‌তির পাড়া,
‌দৌড়ের ম‌া‌ঠে কচ্ছপ হ‌য়ে
‌তোমায় দেবো তাড়া।  
‌পিঁপড়ার ম‌তো
আ‌গে টের পাই
‌বিপদ কখন কেমন,
‌বোলতার ম‌তো
হুল ফোটাবোই
শত্রু যখন যেমন।
অন্ধকা‌রে বিড়া‌লের চোখ,
ভাল্লুক হ‌য়ে শুঁ‌কি,
কুকু‌রের ম‌তো বিশ্বাসী হ‌য়ে
‌তোমায় ক‌রি সুখী।