চিৎকার করে কান্না না দিলে
মা-ও নাকি দুধ দেয়না,
টার্গেট দিয়ে শক্ত না হলে
কথাকে আমলে নেয়না।
স্বর্ণের সাথে খাদ না মেশালে
স্বর্ণ পোক্ত রয়না,
চিড়া না ভিজালে শুকনো চিড়ায়
কোন কথা পাকা হয়না।
কখনো শুনেছো কোন মহাজন
ঋণ দেয়, সুদ খায় না?
পারলে করতে মানুষই পারে
সৃষ্টিছাড়া বায়না।