কথাগু‌লো আজ মি‌ষ্টি হ‌বেনা
‌যেটা মন চায় ক‌রো,
মন না চাই‌লে পাতা উল্টাও,
অন্য পথ ধ‌রো।
"ঘুষ‌খোর সব,আ‌মি এ‌তে নাই"
যখন যেখা‌নে শুন‌বে,
‌কি‌সে কি‌সে আ‌ছে গু‌ণে ব‌লে দে‌বো
চুপচাপ শুধু গুন‌বে।
‌ভোগ কত রূ‌পে কতজ‌নে নেয়,
না পে‌লে হয় না রুষ্ট?
য‌দি জা‌নো, জা‌নি দে‌বেই দে‌বে
‌যে ভো‌গে দেবতা তুষ্ট।
সংসার ভরা কত মায়া মোহ,
‌কেউ কেউ ক‌রে  বায়না,
ভাব নি‌য়ে বা‌কি চুপচা‌পে নেয়,
‌কোন্ শালা ঘুষ খায় না?