অ‌ক্সি‌জেনটা নাক দি‌য়ে নেই
নাক দি‌য়ে কিছু ছা‌ড়ি,
ভারসাম্যের নিকু‌চি ক‌রে
আগ্ পাশ তলা কা‌ড়ি।
‌লো‌ভে পাপ, পা‌পে আ‌রো বড় পাপ
ধরা‌কে বানাই সরা,
একটু্ একটু একটু ক‌রে
আধামরা হয় মরা।
‌শেষ‌মেষ ক‌রি ক‌থোপকথন
‌ডে‌মো‌ক্রে‌সি আ‌ছে না!
আ‌মি ব‌লি শু‌নি তারটাও ত‌বে
মরে য‌ায়, বে‌শি বা‌ঁচে না।
"শ্বাস নি‌তে তুই কোন্ টা নিস্ আর
কোন্ টা ছা‌ড়িস বল্ তো?  
ধ‌রে নেই তোর কিচ্ছু জোটে‌নি
‌কিচ্ছু না হ‌লে চল্ তো?"
আমার দি‌কে নীর‌বে তা‌কি‌য়ে
নীর‌বে কি যেন শেখায়,
বু‌ঝি নাই কিছু, বুঝ‌লো যখন
মধ্যমাটা দেখায়।