বল‌তে পা‌রি না,বল‌তে পা‌রি না,
রা‌ত্রে কিংবা ভো‌রে,
আমার কত ক‌ষ্টের কথা
আমার ভেতর ঘো‌রে।
অপা‌র্থিব সু‌খের কথা
‌টেইলর-মেড হয় না,
বল‌তে পা‌রি না, বল‌তে পা‌রি না
বলে আমার ময়না।
উল্লাস দে‌খি, আনন্দময়,
র‌ক্তের স্বাদ পে‌য়ে,
শুক‌নো মশাও পুরুষ্টু হয়
আমার রক্ত খে‌য়ে।
ট্রান্সফা‌রেবল্ ক‌ষ্টেও
সুখী এক‌চে‌টিয়া আ‌ছে,
চা‌হিদার কিছু অজানা অংক
আ‌ছে তা‌দের কা‌ছে।
‌অনুঘট‌কের কুশীলব সব
আ‌মি চি‌নি, তু‌মি চে‌নো,
‌কি ক‌রে ঘটায় বল‌তে পা‌রি না,
বল‌তে পা‌রি না কেন।