২০২১ সা‌লের ১৬ই ডিসাম্বর  গণপ্রজাতন্ত্রী ব‌াংলা‌দেশ এর মহান পঞ্চাশতম বিজয় দিবস। আমরা বাঙা‌লি হি‌সে‌বে পরম ভাগ্যবান যে মহান বিজয় এর গৌরবময় পঞ্চাশতম বছর এর দুর্লভ  মা‌হেন্দ্রাক্ষ‌ণ উদযাপ‌নের সৌভাগ্য আমা‌দের জীবদ্দশায় পে‌য়ে‌ছি। তাই আমরা, ক‌তিপয় দেশ‌প্রে‌মিক বাঙা‌লি ক‌বি এক‌টি উদযাপন কর্মসূ‌চি গ্রহণ ক‌রে‌ছিলাম।


থীম : ২০২১ সা‌লের ১৬ই ডিসাম্বর  গণপ্রজাতন্ত্রী ব‌াংলা‌দেশ এর মহান পঞ্চাশতম বিজয় দিবস।


আয়োজন : সম্মা‌নিত দেশ‌প্রে‌মিক ক‌বিকূল এর সদয় উপ‌স্থি‌তি‌তে  মহান বিজয় এর গৌরবময় পঞ্চাশতম বছর উদযাপন।


তা‌রিখ : ২৫/১২/২০২১


সময়কাল : বিকাল চার ঘ‌টিকা থে‌কে রা‌ত্রি আট ঘ‌টিকা।


‌ভেন্যু : ক্যা‌ফে অবকাশ
           ২৫ এ‌ডি রে‌জি‌মেন্ট আ‌র্টিলা‌রি,
           মিরপুর ১২,DUSS, ঢাকা।


অনুষ্ঠান এর প্রধান আকর্ষণ :
   * ষাট এর দশক ও আধু‌নিক বাংলা ক‌বিতার
     অন্যতম প্রধান ক‌বি জনাব জা‌হিদুল হক


  প্রধান আ‌লে‌াচক :
      সম্মা‌নিত ক‌বি সৈয়দ র‌নো
    
  বি‌শেষ অ‌তি‌থি :
  বীর মু‌ক্তি‌যোদ্ধা ও সম্মা‌নিত ক‌বি আশরাফ মির্জা


   সঞ্চালক :
      সম্মা‌নিত ক‌বি ক্যা‌মে‌লিয়া আহ‌মেদ


  সভাপ‌তি :
       আ‌মি


আ‌রো ছি‌লেন :
    সম্মা‌নিত ক‌বি বেগম সে‌লিনা খাতুন
    সম্মা‌নিত ক‌বি কবীর হুমায়ূন
    সম্মা‌নিত ক‌বি শামীমউল্লাহ্
    সম্মা‌নিত ক‌বি জা‌কির হো‌সেন বিপ্লব
    সম্মা‌নিত ক‌বি জাহাঙ্গীর কবির
                                                      প্রমুখ।


আ‌য়োজক :
       সম্মা‌নিত ক‌বি আফ‌রিনা নাজনীন মি‌লি
       সম্মা‌নিত ক‌বি হুমায়ূন কবীর
       সম্মা‌নিত ক‌বি মোজা‌ম্মেল হো‌সেন
       সম্মা‌নিত ক‌বি নায়ার সুলতানা লাবণী
       এবং আ‌মি।


অনুষ্ঠানক্রম :


# নিবন্ধনকৃত সম্মা‌নিত ক‌বিবৃ‌ন্দের আসন গ্রহণ
# অনুষ্ঠান উ‌দ্বোধন
# মহান মু‌ক্তিয‌দ্ধে শহীদ‌দের স্মর‌ণে এক মি‌নিট
    নীরবতা
# অনন্য পঞ্চাশ বছর উদযাপ‌নের মা‌হেন্দ্রক্ষ‌ণে মহান বিজয় দিবস এর গৌরবময় ই‌তিহা‌সের সং‌ক্ষিপ্ত পর্যা‌লোচনা
# স্বর‌চিত ক‌বিতাপাঠ
# চারলাইন/৭১ এর মোড়ক উ‌ন্মোচন
# প্র‌তিজন সম্মা‌নিত ক‌বি‌কে নিজ নাম সম্ব‌লিত    
   শু‌ভেচ্ছা স্মারক প্রদান
# সমাপনী বক্তব্য
# আপ্যায়ন পর্ব  
# ফ‌টো‌সেশন।


প্রসঙ্গত:  উ‌ল্লেখ্য এটা ছি‌লো ক‌তিপয় UNSUNG HERO দের চতুর্থ আ‌য়োজন।
       প্রথম‌টি হ‌য়ে‌ছি‌লো ০৩/১০/২০২০
       দ্বিতীয়বার হ‌লো ১৮/০৯/২০২১
       তৃতীয়বার হ‌লো ০৯/১০/২০২১
       এবং চতুর্থবার হ‌লো আজ
       "ক‌তিপয় দেশ‌প্রে‌মিক বাঙা‌লি ক‌বি"  এই ব্যানা‌রে।