কত কিছু চাই জানবে না তুমি,
জানলে তুমি কি দিতে?
দাবী-দাওয়া শুনে হয়তো পালাতে,
হয়তোবা মেনে নিতে!
আস্কারা পেলে মাথায় উঠবো,
পারতে না তুমি ঠেকাতে
চাওয়া-পাওয়া সব তোমার হাতে,
লেখা তা হাতের রেখাতে।
তালের পাখায় তোমার বাতাসে
আমার গ্রীষ্ম শেষ
একসাথে ভিজে সর্দি বানাবো,
ওটাই বর্ষা-বেস।
ভাদ্রের আকাশ আমাকে তোমাকে
“আয় আয়”করে ডাকবে
নবান্নতে ঢেকির পাড়ে
অনেক আদর থাকবে।
তারপরো চাই তোমার কাছে,
চাই তা থাকুক ছাপা
বাকী জীবনের সবগুলো শীতে
তোমার হাতের ভাপা।