‌পিঁপড়ার কা‌ছে মি‌ষ্টি রেখো না,
অ‌ন্ধের কা‌ছে আয়না,
ছাগলের কা‌ছে ঘাসের হিসাব
‌চে‌য়ো না, ক‌রোনা বায়না।
প্যাঁচাকে রা‌ত্রে ঘুমা‌তে ব‌লো না
হয় নাই কোন কা‌লে...
‌শিয়া‌লের কা‌ছে মুর‌গি পাহারা
দু‌ধেরটা বিড়া‌লে।
আ‌লে‌াকিত রা‌তে বাঁচার বদ‌লে
মরবার ছক এঁ‌কে‌ছো?
সা‌পের কাম‌ড়ে ঘোড়ার মৃত্যু
‌কোথাও কখ‌নো দে‌খে‌ছো?
বয়কট আর কি‌সিঞ্জা‌রের
অপমান গা‌য়ে লা‌গে না?
আমার টাকায় আমার সেতুর
উত্ত‌রে জা‌তি জাগে না?
‌ট্রেন ছে‌ড়ে যা‌বে,ট্রেন ছে‌ড়ে যা‌বে
এখ‌নো ঘু‌মি‌য়ে র‌য়ে‌ছো?
‌ত্রিশ লা‌খে য‌দি প্রশ্নই তে‌া‌লো
‌কেমন বাঙালি হ‌য়ে‌ছো?