সব‌কিছু হোক অপ‌রের ত‌রে,
নি‌জের জন্য নয়,
ভাবতাম আ‌গে, এখন ভা‌বি
বেকুব কাহা‌রে কয়!
কলুর বলদ এখন ছু‌টিতে ব্যথা খোঁ‌জে
মাথা যার যার,
আ‌মিও জিত‌বো, তু‌মিও জিত‌বে
ক‌র্পো‌রেট কালচার।
কা‌ছে দূ‌রে সব ঘোলা ঘোলা দে‌খি
ভা‌লোরা বাসাটা ছাড়‌ছে,
বাই‌ফোকা‌লের পাল্লায় প‌ড়ে
‌গ্রে এ‌রিয়াটা বাড়‌ছে।
‌কেন কিছু আর ভাল্লা‌গে না
এ নি‌য়ে প্রশ্ন জা‌গে,
আজকাল কিছু ভা‌লো লাগ‌লেও
‌কেমন লজ্জা লা‌গে!
আপ্ত ছু‌টে‌ছে, ভা‌লোও উ‌ড়ে‌ছে
বেশরম জল‌কে‌লি,
এক মি‌লিয়ন হারার প‌রে
দশ মি‌লিয়ন খে‌লি।
‌মে‌লোড্রামা ক‌রে বল‌তেই পা‌রি,
"আট‌কে আস‌ছে শ্বাস"
মান‌তে পা‌রিনা এখা‌নেই শেষ
ঐ যে সবুজ ঘাস!