একটা সময় পান থে‌কে চুন
খস‌লে রাগটা উঠ‌তো,
অসম্ভব এক আদর্শ-ভূত
‌বি‌বেক হ‌য়ে ছুট‌তো।
না ছোঁবার য‌তো ফ‌ন্দি ফি‌কিরে
পু‌রোটাই দে‌খি হাতা‌নো,
সদর দরজা তালা মারা তার
‌সিঁধ কাটা তাও পাতা‌নো।
‌ষো‌লো আনাটায় চৌদ্দ আনার
খা‌দের গ‌ণেশ দে‌খে‌ছি,
প‌বিত্রতার প্র‌তিমার কা‌ছে
বাটপা‌ড়ি আ‌মি শি‌খে‌ছি।
‌কোন্ টা কর‌বো ভাব‌তে গি‌য়ে
‌কিচ্ছু কর‌তে পা‌রি না,
আকাশ-পাতাল ভাবনা নি‌য়ে
এখন আর ধার ধা‌রিনা।