বাইশ মণ আর তেইশ মণ দেখা
চৌদ্দ তলায় এক‌দিন,
খই ভাজা ছাড়া কোন কাজ নাই,
জু‌টে গে‌ছে ভূত প্রেত জ্বীন।  
কার কি কা‌হিনী, সেইসব কথা
আড্ডায় উ‌ঠে এ‌লো,
"তেমন ক‌লিজা এখন দে‌খি না"
পা‌রিষদ ব‌লে গেলো।
শু‌নেও শো‌নে না জানালার ওপা‌শে
ভা‌টিয়ালী ঝড় ডাক‌ছে,
রং এর মি‌স্ত্রি ঝোলা মই এ ঝু‌লে
চৌদ্দতলা‌কে আঁক‌ছে।